ঈদ নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল আযহা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশবাসী যাতে শান্তিপূর্ণভাবে কেনাকাট করতে পারে এবং স্বস্তিতে বাড়ি ফিরে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ঈদকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি।
ফজিলাতুন নেসা বাপ্পী জানতে চান ঈদকে সামনে রেখে পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে মিরপুর থেকে গ্রেফতারকৃত জামায়াতের দুই নেতাসহ অন্যদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা কাজ করছে। যারা এ ধরনের পরিকল্পনা করছে, তাদেরকে ডিটেক্ট (শনাক্ত) করা হচ্ছে। গ্রেফতার হওয়া জামায়াতের দুই নেতাসহ অন্যদের আইন অনুযায়ী বিচার হবে।
মন্ত্রী আরো বলেন, ঈদকে সামনে রেখে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। যানজট নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিকদের ছুটি যাতে একদিন না হয়ে আলাদা আলাদা দিনে হয়, সে ব্যাপারে মালিকদের অনুরোধ জানানো হবে।
তিনি বলেন, সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া এবং নিশ্চিন্তে তারা যাতে বাড়িতে গিয়ে সবার সঙ্গে ঈদ করতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া মলম পার্টি, অজ্ঞান পার্টি গোয়েন্দা নজরদারিতে আছে। তাদেরকে ধরা হচ্ছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য চালু নেই