ঈদে দিনাজপুরে বেড়েছে কাঁচা মরিচের ঝাল

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: মাত্র তিন দিনের ব্যবধানে দিনাজপুরের জেলা উপজেলাগুলোর বাজারে কাঁচা মরিচের দাম প্রায় তিন গুণ বেড়ে গেছে।

সোমবার দিনাজপুর শহর সহ চিরিরবন্দরের বাজার, রানীরবন্দর বাজার, বিন্যাকুড়ি বাজার, চম্পাতলী বাজার এবং উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

রানীরবন্দর বাজারে সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা দরে, যা গত তিন দিন আগেও ছিল ৪০ থেকে ৬০ টাকা।

ঈদের কারণে ক্রেতার চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণ বলে দাবি ক্রেতা-বিক্রেতার।

রানীরবন্দর সুইয়ারি বাজারের সবজির খুচরা বিক্রেতা মো: মুছা ,বাবলু রহমান বলেন, কোরবানির ঈদে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে, সেইসাথে বেড়েছে ক্রেতার চাহিদা।

ওই বাজারের আড়তদার আজিজার রহমান জানান, খুচরা বাজারে কাঁচা মরিচ ১৩০ টাকা কেজিতে বিক্রি হলেও পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে। ঈদ উপলক্ষে খুচরা বিক্রেতরা দাম তুলনামূলভাবে একটু বেশিই নিচ্ছেন।



মন্তব্য চালু নেই