সুন্দরগঞ্জে নকলনবীশদের অনশন কর্মসূচি পালন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জ সাব রেজিস্ট্রী অফিসের নকলনবীশরা বিগত ১০ মাসের বকেয়া পাওনার দাবীতে অনশন কর্মসূচী পালন করছেন।

সোমবার সকাল ৯টা থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বসে এই অনশন কর্মসূচী পালন করেন।

সারাদেশের ১৫ হাজার নকলনবীশের চাকুরী জাতীয়করণসহ পবিত্র ঈদ-উল- আযাহার আগেই সমুদয় বকেয়া পাওনা প্রাপ্তির দাবী জানান। অন্যথায় এ কর্মসূচী চালিয়ে যাবার ঘোষণা দেন।

এ সময় বক্তব্য রাখেন- নকলনবীশ এ্যাসোসিয়েশনের সভাপতি-জাহেদুল ইসলাম, সহ-সভাপতি নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তাছিকুর রহমান রিগ্যান, জাকির হোসেন, মাসুদ রানা, ইউনুছ আলী, গোড়া চাঁদ রায়, রূপালী বেগম, মিন্টু চন্দ্র দেবনাথ, শাহিনুর বেগম, বিনয় চন্দ্র, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তরা অভিযোগ করে বলেন- উর্ধ্বোতন কর্তৃপক্ষের হেয়ালীপনার কারণে তাদের ঈদের আনন্দ ম্লান হতে চলছে।



মন্তব্য চালু নেই