ঈদের ছুটিতে কোচরা কে কোথায় যাচ্ছেন?

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ১১ দিনের লম্বা ছুটি পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচরা। অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রামে থাকবেন তারা। আর এসময় কোচরাও তারা তাদের পাঠ দান থেকে বিরত থাকবেন।

ঈদ-উল আযহার ছুটিটা এবার পরিবারের সঙ্গেঅস্ট্রেলিয়ায় কাটাবেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। আর তিন দিন আগে যোগ দেয়া পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও যাবেন নিজ দেশ ওয়েস্টইন্ডিজে।
সে সাথে দেশের পথে পাড়ি দেবেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এবং ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

জানা গেছে, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। যদিও দু’জনের পথ ভিন্ন। ওয়ালশ-ভিল্লাভারনের আগেই ছুটি কাটাতে দেশের উদ্দেশ্যে বিমান ধরেছেন রিচার্ড হ্যালসল।

বিসিবি সূত্রে জানা গেছে, ছুটি শেষে ১৮ তারিখে তারা কাজে যোগ দেবেন।



মন্তব্য চালু নেই