ঈদযাত্রা: ১২ ঘণ্টায় ১০ কিলোমিটার!
সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক পরিবার নিয়ে মঙ্গলবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে হানিফ পরিবহনের একটি বাসে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) তাদের অবস্থান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায়। দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টা জ্যামে থাকায় পরিবারের ৩ সদস্যই অসুস্থ হয়ে পড়েছেন।
ওমর ফারুক বলেন, এতদিন সবাইকে খবর দিতাম আজকে আমাকে খবরের অংশ হতে হলো। এমন অভিজ্ঞতা আমার এর আগে কোনোদিন হয়নি। ঈদের ছুটি আরও কয়েকদিন আগে হলেও এতদিন যানজট না থাকায় ভেবেছিলাম জ্যাম হবে না। বাড়িতে যাওয়ার এইতো সময়। কিন্তু ঘর থেকে বের হয়ে বাসে ওঠার পর থেকে জ্যামে পড়তে হলো।নবীনগর-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ ৪৫ কিলোমিটার যানজটে ঘরমুখী মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। ঘণ্টার পর ঘণ্টার গাড়িতে বসে থাকতে থাকতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অসহনীয় যানজটে নাকাল মানুষ। তবে, বিকেল থেকে যানজট কমতে শুরু করেছে।
মন্তব্য চালু নেই