ই-সিগারেট গান শোনাবে !

ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট কী শুধু ধূমপান কমানোর ব্যবস্থা? যুক্তরাজ্যভিত্তিক সুপারস্মোকার ক্লাব নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা এমন এক ধরনের ই-সিগারেট তৈরি করছেন যার মাধ্যমে গান শোনা ও ফোন কল গ্রহণ করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।

ই-সিগারেট মূলত ধূমপায়ীদের ধূমপানের নেশা কমানোর ব্যবস্থা৷ এটা ব্যাটারিচালিত এমন একটা ডিভাইস, যা দেখতে সিগারেটের মতো। এতে একাধিক চেম্বার থাকে। একটা চেম্বারে থাকে নিকোটিনের দ্রবণ, যাকে গরম করে তোলে অন্য চেম্বারে থাকা একটি ব্যাটারি। এই ব্যাটারি ইউএসবির মাধ্যমে চার্জ দেওয়া যায়।

সম্প্রতি উদ্যোক্তা প্রতিষ্ঠান সুপারস্মোকার ক্লাবের উদ্যোক্তারা ই-সিগারেটের সঙ্গে ব্লুটুথ প্রযুক্তি যুক্ত করে দিয়েছেন যাতে স্মার্টফোনের সঙ্গে সংযোগ করে সিগারেটের মাধ্যমে গান শোনা ও কল গ্রহণ করা যায়। এতে সিগারেটের ব্যাটারির নিচে তিনটি বাটন রয়েছে যার মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ ও কল আদান-প্রদান করা যায়।

বাজার-গবেষকেরা জানিয়েছেন, ইলেকট্রনিক সিগারেটের বাজার বাড়ছে। ২০১৩ সালে বিশ্বজুড়ে ই-সিগারেটের বাজার দাঁড়িয়েছিল ২০০ কোটি মার্কিন ডলার।



মন্তব্য চালু নেই