ইয়েমেন যাচ্ছে কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল
কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শিগগিরই দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইয়েমেনে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। ভারত এবং অন্যান্য বন্ধুরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করছে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনে সুন্নি সরকার উৎখাতে সশস্ত্র আন্দোলনে নেমেছে শিয়াপন্থি হুতি সম্প্রদায়। ইতিমধ্যে তাদের হামলায় রাষ্ট্রপতি তিউনিসিয়ায় পালিয়েছেন।
এদিকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এর নিন্দা জানিয়েছে ইরান। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সৌদির পদক্ষেপকে সমর্থন দিয়েছে। একই সঙ্গে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সৌদি আরব ও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।
ইয়েমেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। আর তাদের নিরাপত্তায় যথেষ্ট তৎপরতা চালানোও কঠিন হয়ে পড়েছে। এ কারণে পার্শ্ববর্তী দেশ কুয়েতে নিযুক্ত দূতাবাসের সহায়তা নেয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই