বুড়িগঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় শুক্রবার আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও অপরজন যুবক। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। এখনো আরো চার জন নিখোঁজ রয়েছে জানিয়েছে স্বজনেরা।

শুক্রবার সকাল ১০টায় জমিলা খাতুন (৬৫), বিকেলে রাসেল (২২) ও রাত ৭টায় আলমগীর হোসেনের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়।

জমিলা খাতুন ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মৃত আবদুর রশিদের স্ত্রী, রাসেল শহীনগর এলাকার রাজকুমারের ছেলে ও আলমগীর লালবাগ শহীদ নগর এলাকার কোরবান আলীর ছেলে।

নিখোঁজদের মধ্যে রয়েছে মৃত. ওহাদ আলীর ছেলে সামাদ মিয়া (২০), মানিক মিয়ার ছেলে কাজল (২৮) ও মৃত. হোসেন আলীর ছেলে জালাল(৫৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন তিনটি মৃতদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, পরিবারের লোকজনের দাবি মোতবাবেক এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন। তাদের খোঁজে ফায়ার সার্ভিসের তল্লাশি অব্যাহত রয়েছে।

এদিকে নিখোঁজ তিন পরিবারের লোকজন ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অপেক্ষার প্রহর গুনছে। তাদের আহাজারিতে বুড়িগঙ্গার তীরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।



মন্তব্য চালু নেই