ইয়াবাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আটক
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্মকর্তারা।
শুক্রবার বিকেল ৫ টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশনে চেক করার সময় তিনি আটক হন। আটক ব্যক্তির নাম খোরশেদ আলম। তার কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আইডি কার্ড পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ২৩ হাজার ৪শ ইয়াবাসহ আটক ব্যক্তি বিমানযাত্রী। তার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডটি যাচাই বাছাই করা হচ্ছে।
মন্তব্য চালু নেই