ইস্কাটনে জোড়া হত্যা : এমপিপুত্র রনির বিচার শুরু

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার সকালে রনির অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার ৩ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শামসুন নাহার এ অভিযোগ গঠন করেন।

এ অভিযোগ গঠনের মাধ্যমে রনির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী ১১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন বিচারক।



মন্তব্য চালু নেই