ইসিতে ফেরেস্তা এলেও খুশি হবে না বিএনপি : হাছান মাহমুদ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আল্লাহ ফেরেস্তা পাঠালেও বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারেনি, বিএনপিকেও করতে পারবে না।’

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এ কথা বলেন হাছান মাহমুদ। ‘শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।

সার্চ কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর থেকে গত সোমবার সাবেক আমরা কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধানকে নিয়ে আপত্তি তুলছে বিএনপি।

তবে কমিটির অন্য চার সদস্যকে নিয়ে আপত্তি নেই দলটির। এদের মধ্যে আবার সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার নিয়োগ পেয়েছেন তাদের দেয়া তালিকা থেকে। আর সাবেক জেলা জজ কবিতা খানম নিয়োগ পেয়েছেনআওয়ামী লীগের দেয়া তালিকা থেকে। অন্য দুই কমিশনার সাবেক সচিব রফিকুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরীর নাম ছিল অন্য দলের তালিকায়।

বিএনপির দাবি ১৯৯৬ সালে বিএনপিবিরোধী আন্দোলনে গড়া জনতার মঞ্চে যোগ দিয়েছিলেন নতুন সিইসি। তবে তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তখন তিনি কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন। সেখানে থেকে ঢাকায় জনতার মঞ্চে যোগ দেয়া সম্ভব ছিল না।

বিএনপির সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সার্চ কমিটি বরেণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেস্তা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে।’

বিএনপি নেতাদেরকে বিতর্ক না করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন হাছান। বলেন, ‘৫ জানুয়ারির (২০১৪ সালের) নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অংশ না নিয়ে ফাঁসির দড়িতে ঝুলবেন না।’

আলোচনার আয়োজক সংগঠন আওয়ামী হকার্স লীগ তাদের সদস্যদেরকে ফুটপাত থেকে উচ্ছেদ না করে পুনর্বাসনের দাবি জানান। জবাবে তিনি বলেন, ‘হকারদের পাশে আওয়ামী লীগ সব সময়ই আছে।আমি আশা করব সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা বাস্তব সমাধান করবে।’

হকার্স লীগের সভাপতি এসএম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই