ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও গার্মেন্টস কর্মীদের
বকেয়া বেতন পরিশোধের দাবি এবং মামলার প্রতিবাদে মতিঝিলের দিলকুশার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। পরে তারা মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘কিছু দাবিদাওয়া নিয়ে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘কোনো রকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
মন্তব্য চালু নেই