ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি পরিবর্তন

ইসলামী ব্যাংক বাংলাদেশ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদ পরিবর্তন করে নতুন পরিচালনা পর্যদ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ারকে সরিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরাস্তু খান। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞা।

ব্যাংকের জরুরি ওই সভায় ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ্ আল-রাজী পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আবদুল মাবুদ পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে ব্যাংকের বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে।



মন্তব্য চালু নেই