ইসলামী আন্দোলনের মিছিলে টিয়ারশেল, আহত শতাধিক

পবিত্র হজ, হযরত মুহম্মদ (স.) ও তাবলিগ জামাত নিয়ে বহিষ্কৃত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলনের মিছিলে টি10655243_708012175957102_1628128399220043185_oয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করেছে পুলিশ। এতে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বিকেলের দিকে পুরানো পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কমলাপুর, মতিঝিল, দৈনিক বাংরার মোড়, বায়তুল মোকারক ও পল্টন এলাকার বিভিন্ন গলিতে মিছিল করার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

সংঘর্ষের কারণে দৈনিক বাংলা থেকে পল্টন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ‘পুলিশের লাঠি চার্জ ও টিয়ারশেলে এখন পর্যন্ত ১০ জনের মতো আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘আজ সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে জনসেমাবেশ হওয়ার কথা ছিল। মৌখিকভাবে শাহবাগ থানা অনুমোতি দিলেও শেষ পর্যন্ত সমাবেশ করতে দেয়নি। উল্টো কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখেছে।’



মন্তব্য চালু নেই