ইরাকে বিপদে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে

ইরাকে বিপদে পড়া বাংলাদেশিদের প্রয়োজনে সরকারি খরচে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নতুন কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে বেলা সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘ইরাকে বর্তমানে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি আছেন। আমরা তাদের খোঁজখবর রাখছি। কেউ যদি একান্ত বিপদে পড়ে দেশে ফিরে আসতে চান, তাহলে তাকে ফিরিয়ে আনব।’

জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এ খাতের সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। স্বল্প খরচে লোকজন যাতে বিদেশে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে।’

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাশার বলেন, ‘বৈঠকে জনশক্তি রপ্তানিকারকদের লাইসেন্স নবায়ন, এ খাতের ব্যবসা, ২০১৩ সালের অভিবাসী আইনসহ নানা বিষয়ে আমরা দীর্ঘ আলাপ করেছি। আমরা এ খাতে প্রতারণা বন্ধ ও অভিবাসন খরচ কমানোর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছি।’



মন্তব্য চালু নেই