ইমার্জিং এক্সপ্লোরার অ্যাওয়ার্ড পেলেন ওয়াসফিয়া

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সম্মানজনক `ইমার্জিং এক্সপ্লোরার অ্যাওয়ার্ড` পেয়েছেন বিশ্বের সর্বোচ্চ সাত শৃঙ্গ জয়ী বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরীন। বিশ্বে ইতিবাচক পরিবর্তনে উজ্জ্বল অবদানের জন্য তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ওয়াসফিয়াই বিশ্বের একমাত্র নারী যিনি একইসঙ্গে ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারার এবং ইমার্জিং এক্সপ্লোরার খেতাব জিতলেন।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসফিয়ার মুখপাত্র মোরশেদ মিশু জানান, আগামী জুনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দশম অ্যানুয়াল এক্সপ্লোরার সিম্পোজিয়ামে ওয়াসফিয়ার হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেয়া হবে।

মিশু জানিয়েছেন, ন্যাশনাল জিওগ্রাফি থেকে পাওয়া `ইমার্জিং এক্সপ্লোরার অ্যাওয়ার্ড`-এর ১০ হাজার ডলার প্রাইজমানি ওয়াসফিয়া তার গড়া ফাউন্ডেশনের নারী ও মেয়ে শিশুদের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে রেকর্ড করেন ওয়াসফিয়াই নাজরীন।



মন্তব্য চালু নেই