ইন্টারনেটে গৃহবধূর গোসলের ভিডিও: যুবকের কারাদণ্ড
ঢাকার দোহার উপজেলায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে এক যুবকের কারাদণ্ড হয়েছে।
সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম সাইমুন (৩০) উপজেলার মুকসেদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়ার ভ্রাম্যমান আদালত ওই যুবককে দুই বছরের কারাদণ্ড দেয়।
বিচারক নুরুল করিম ভূইয়া বলেন, ঈদুল-ফিতরের আগের দিন দুপুরে ওই গৃহবধূর গোসল করার দৃশ্য বেড়ার ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরায় ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয় প্রতিবেশী সোহাগ, সাইমুন ও সাইফুল। শুক্রবার ওই গৃহবধূর বাবা থানায় অভিযোগ করেন।
শনিবার রাতে ঢালারপাড় গ্রাম থেকে সাইফুলকে আটক করে রোববার দুপুরে আদালতে হাজির করে পুলিশ।
মন্তব্য চালু নেই