ইনিংস ও ১৭৪ রানে জয় ঢাকার

১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রনির ডাবল সেঞ্চুরি, মজিদ ও শুভাগত হোমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬১৮ রানের পাহাড় গড়েছিল ঢাকা বিভাগ। বিশাল সেই লক্ষ্য তাড়া করতে নেমে রানের পাহাড়ে চাপা পড়া চট্টগ্রাম বুধবার লিগের শেষ দিন ইনিংস ও ১৭৪ রানের ব্যবধানে হেরেছে। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ইনিংস ব্যবধানে হার এড়াতে ২১৬ রানে পিছিয়ে থেকে ৬ উইকেটে ২৪৫ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে মাত্র ৪২ রান যোগ করেই গুটিয়ে যায় চট্টগ্রাম। নাজিম উদ্দিন ২২ ও শরিফউদ্দিন ২৩ রান নিয়ে চতুর্থ দিন হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল করতে দেয়নি ঢাকার বোলাররা। ফলে ২৮৭ রানেই থেমে যায় চট্টগ্রামের ইনিংস। ডলার মাহমুদ ৪টি ও মোশারফ হোসেন ৩টি উইকেট নেন। এর আগে বিকেএসপিতে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে ১৫৫ রানে অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। সেই ইনিংসে মোশারফ হোসেনের ৫ উইকেট বিপদে পড়ে তারা। এরপর ঢাকা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ছয় উইকেটে ৬১৮ রান যোগ করে ইনিংস ঘোষণা করে।



মন্তব্য চালু নেই