ইতিহাস গড়লেন মুস্তাফিজ

ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডের অভিষেক ও তার পরের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজ।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর রোববার দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজ তুলে নেন পাঁচ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৫ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন ১৯ বছরের এই তরুণ।

রোহিত শর্মাকে আউট করে ভারতীয় শিবিরে আঘাত করা শুরু করেন মুস্তাফিজ। এরপর সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নেন উদীয়মান এই ক্রিকেট তারকা। অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নিয়ে টানা পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন সাতক্ষীরার এই ক্রিকেটার।

এর আগে জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্রায়ান ভেট্টরি নিজের অভিষেক ম্যাচ ও দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১১ সালের ১২ আগস্ট অভিষেক হয় ভেট্টরির। অভিষেক ম্যাচে ৩০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯.৩ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন ভেট্টরি। দুটি ম্যাচেই প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।



মন্তব্য চালু নেই