ইতালির নাগরিক হত্যায় তদন্ত কমিটি
গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার ঘটনায় ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলমকে এ কমিটির প্রধান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি জানান, কমিটির ১১ সদস্যের মধ্যে রয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের চারটি বিভাগের এডিসি (অতিরিক্ত উপ-কমিশনার) এবং বিভিন্ন বিভাগের এসি (সহকারী কমিশনার) ও পুলিশ ইন্সপেক্টর।
মুনতাসিরুল ইসলাম বলেন, এ হত্যার পর থেকে কূটনৈতিক পাড়ার নিরাপত্তামূলক ব্যবস্থা আরো বৃদ্ধি করা হয়েছে।
মন্তব্য চালু নেই