ইজতেমার জন্য অবরোধ প্রত্যাহারের আহ্বান
বিশ্ব ইজতেমার জন্য বিএনপির ডাকা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম দফা ইজতেমা।
বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর শেখ আবদুল্লাহ।
উল্লেখ্য, গত সোমবার বিএনপি চেয়ারপারসনকে ভেতরে রেখে তার কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। দুপুরের পর বেগম জিয়া সমাবেশে যোগ দিতে যেতে চাইলেও তাকে যেতে দেয়া হয় না। এসময় ভেতর থেকে গেট খোলার জোর চেষ্টা চালানো হলে পুলিশকে পিপার স্প্রে করতে দেখা যায়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতর থেকেই বেগম জিয়া অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিন।
মন্তব্য চালু নেই