ইউপি নির্বাচন: মনোনয়নপত্র জমা ৩৯৪৩০
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৯ হাজার ৪৩০ জন। প্রথম ধাপে ৭৩৮টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, চেয়ারম্যান পদে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ১৬টি রাজনৈতিক দল থেকে ১ হাজার ৯০০ জন এবং স্বতন্ত্র ১ হাজার ৬৬৮ জন।
এছাড়া সাধারণ মেম্বর পদে মনোনয়নপত্র দাখিল করেছে ২৭ হাজার ৯৪৭ জন। এবং সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৭ হাজার ৯১৫ জন দাখিল করেছেন।
এর মধ্যে ২৫টি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মন্তব্য চালু নেই