ইউপি নির্বাচন: ফেসবুকে প্রচারণা চালালে ব্যবস্থা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রথম দফা নির্বাচনে ফেসবুকে প্রচারণা চালাতে বাধ্য বাধকতা না থাকলেও আগামী নির্বাচন গুলোতে এর উপর বিধি নিষেধ আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।
আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে রিটার্নিং অফিসার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।পার্থীরা ৩ মার্চ প্রতীক পেলে প্রচারণা করতে পারবে।
তিনি বলেন, আমরা ফেসবুকে প্রচারণার বিষযে এখন কোন আইন করিনি তবে পার্থীদের অভিযোগের কারণে আমরা আগামী নির্বাচন গুলোতে এসব বিষয়ে আইন করব। রিটার্নিং কর্মকতার নির্দেশনা দেওয়া আছে কেউ অভিযোগ করলে তাকে সর্বাত্মক সহযোগিতা করতে। কেউ নির্বাচনি আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওযা হবে।
এ দিকে চেয়ারম্যান পদে ৭৩৯ ইউপিতে লডাইয়ে নেমেছে ৩৫০০ জন।গত সোমবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।আর বিএনপি ৪৫টি ইউপিতে কোন প্রার্থী দেয় নি। যেসব এলাকায় আ’লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ঝালকাঠির নলছিটির উপজেলার নাচনমইল; বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা, রামপাল উপজেলার মালিকেরবে, চিতলমারির চরবানিয়ারি, বড়বাড়িয়া, হিজলা, সন্তোষপুর, কলাতলা; ফকিরহাট, মুলঘর, মোল্লাহাটের আটজুড়ি, কোদালিয়া, কুলিয়া, উদয়পুর, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, মোড়েরগঞ্জের পঞ্চকরণ; বরগুনা সদরের বুড়িচর; ভোলা সদরের দক্ষিণ দিঘলদী; মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর; মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার এবং সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন।
মন্তব্য চালু নেই