ইউপি নির্বাচন : আচরণবিধি মেনে চলতে ইসির ক্ষুদে বার্তা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে জনসাধারণকে মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকাল থেকে এ এসএমএস পাঠানো হচ্ছে।

এসএমএস বার্তায় লেখা আছে, “ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি মেনে চলুন। সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করুন -নিকস।”

জানা যায়, ভোট কেন্দ্র দখল ও জালভোট ঠেকাতে প্রতিটি ইউপিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রধারী সদস্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইসি। একইসঙ্গে ভোট কেন্দ্রের নিরাপত্তা বাড়াতে স্ট্রাইকিং ফোর্সসহ র্যাব-পুলিশ ও বিজিবির টহল বাড়ানো হচ্ছে।

আগামী ২৩ এপ্রিল (শনিবার) তৃতীয় ও ৭ মে (শনিবার) চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত পঞ্চম ও ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা হয়নি। তবে পঞ্চম ধাপে ২৮ মে এবং ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটের জন্য তারিখ নির্ধারণ করা আছে।

এদিকে, দেশে প্রথম বারের মতো দলীয় প্রতীকের স্থায়ী নির্বাচনটিকে কেন্দ্র করে আগের দুইটি ধাপে ৪২ জনের প্রাণহানি ও ৫ সহস্রাধিক লোক আহত হয়েছে।



মন্তব্য চালু নেই