ইউপি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) মোঃ জাবেদ আলী।
আজ সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি নির্বাচন সংশ্লিষ্টদের সাথে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও যোগাযোগ করা হয়েছে। নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা- কর্মচারীদেরও আচরণ বিধি মানতে হবে। আইন এবং বিধি অনুযায়ী তারা নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন। যদি নির্বাচন কমিশনের কাছে কোন অভিযোগ আসে কোন কর্মকর্তা-কর্মচারী সম্পর্কে তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক পর্যালচনা সভায় বাগেরহাটের পুলিশ সুপার নিজামূল হক মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলামসহ সকল রিটানং অফিসার উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই