‘ইউনেস্কোর জবাব দেবে পরিবেশ অধিদপ্তর’
সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ইউনেস্কোর উদ্বেগের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তাদের প্রস্তাবনার বিষয়ে পরিবেশ অধিদপ্তর দেখছে। তারাই জবাব দেবে। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সরকার রামপাল থেকে সরে আসবে কি-না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা সরকারের বিষয়। এখনই মন্তব্য করার সময় আসেনি।
নসরুল হামিদ বলেন, সরকার পরিবেশের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। সে কারণে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে পরিবেশের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাওয়ার হাবের সম্ভাব্য প্রভাব নিয়ে ভারতীয় কোম্পানির প্রস্তুতকৃত সমীক্ষা রিপোর্ট উপস্থাপন করা হয় সেমিনারে।
প্রতিমন্ত্রী বলেন, এখন দশ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ভবিষ্যতে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। এজন্য অনেকগুলো পাওয়ার হাব তৈরি হবে। যেসব স্থানে পাওয়ার হাব তৈরি হবে। সেখানে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে আগেই সমীক্ষা করা হবে।
মন্তব্য চালু নেই