ইইউর সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না : জার্মান রাষ্ট্রদূত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-এর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ (Dr.Thomas Prinz) সাংবাদিকদের এ কথা জানান।
জার্মান রাষ্ট্রদূত ছাড়াও এদিন বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত সোফি আউবার্ট (Sophie Aubert) এবং ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত হ্যানি ফুগাল ইজ্জায়ের (Hanne Fugal Ejkjaer) সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না―জানতে চাইলে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাজ্য ইইউ জোটের একটি সদস্য দেশ। সুতরাং মাত্র একটি দেশের বেরিয়ে যাওয়ায় ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। তবে বাংলাদেশ সরকার পরবর্তীতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় বসতে পারে।’
মন্তব্য চালু নেই