আ.লীগ যা পায় তাই চেটে খায় : তরিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের সব সম্পদ চেটে খেয়ে ফেলছে। ব্যাংকের ৩০ হাজার কোটি টাকা এমনকি সমুদ্র সম্পদও খেয়ে ফেলছে। আওয়ামী লীগ যা পায় তাই চেটে খায়।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে বিদেশি সহযোগিতার অর্থও আওয়ামী লীগের নেতারা চেটে খেয়ে ফেলেছিলেন।’

তিনি বলেন, ‘বিএনপিকে বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। ওয়ান ইলেভেনের সময় কিছু সুবিধাবাদী নেতা কিনে সংস্কারবাদী করা হয়েছিল। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমার মত সুবিধাবাদী নেতারা বিক্রি হয়ে গেলেও তৃণমূলের নিবেদিত নেতাকর্মীরা কখনো বিক্রি হয় না। তাই দলের যেন ক্ষতি না হয় সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য টিএস আয়ুব, আবুল হোসেন আজাদ, তরিকুল ইসলামের সহধর্মিনী অধ্যাপিকা নার্গিস বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, গোলাম রেজা দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, যশোর পৌর মেয়র মারুফুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।



মন্তব্য চালু নেই