বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

আ.লীগ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন পূরণের জন্য আত্মত্যাগ করেছিলেন আজ আওয়ামী লীগ তা ধূলিসাৎ করে দিচ্ছে। কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে।

রোববার সকালে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের মতো স্বাধীন দেশে গুম, খুন, গুপ্তহত্যা চলছে। বর্তমানে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় রয়েছে তারা অনির্বাচিত সরকার। তাই তারা (আওয়ামী লীগ) দেশে এখন ৭১ সালের ন্যায় বিচারবর্হিভূত ভাবে যেসব গুম-খুন, গুপ্তহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’

বিএনপি জনগণের দাবি আদায়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই এ আন্দোলন সফল হবে। কেননা পৃথিবীর কোনো গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনও ব্যর্থ হবে না।’

বুদ্ধিজীবী দিবস সম্পর্কে তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। ১৯৭১ এ মুক্তিযুদ্ধের শেষলগ্নে হানাদার বাহিনীর দোসররা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করেছিলো। পৈশাচিক সে হত্যাকাণ্ড জাতির জীবনে সৃষ্টি করেছিলো এক গভীর ক্ষত।’

শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র। তাদের সেই স্বপ্ন পূরণে আমাদের আজকে আবারো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন ফখরুল।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সকাল পৌনে দশটার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলুসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন।



মন্তব্য চালু নেই