আ.লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় হজ কার্যক্রম-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় অনুশাসনে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে আমাদের সরকার। আমরা চাই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

হজ কার্যক্রম সহজ ও ডিজিটালাইড করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,আগামী বছর থেকে হজযাত্রীরা পুরো বছর ধরেই নিবন্ধন করতে পারবেন।

হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে বলে তিনি জানান।
হজ যাত্রীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, পবিত্র জায়গায় গিয়ে দেশে ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশের মানুষের কল্যাণ করতে পারি।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংসদ সদস্য সাহারা খাতুন, বজলুল হক হারুন।



মন্তব্য চালু নেই