আ.লীগ জঙ্গিবাদের পরিবেশ সৃষ্টি করে

সম্প্রতি আল কায়েদা নেতার বক্তব্য প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের সব পথ রুদ্ধ হলে জঙ্গিবাদের উত্থান ঘটে। আওয়ামী লীগ জঙ্গিবাদের পরিবেশ সৃষ্টি করে।’

শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণিকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

‘ধর্ম ভিত্তিক রাজনীতি নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখা দেয়া হচ্ছে’ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রে সবার রাজনীতি করার অধিকার রয়েছে।’

জাপানের প্রধানমন্ত্রীর সফরকে ইতিবাচক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের বিনিয়োগে এদেশের উন্নতি হবে।’

এসময় আরএ গণির রোগমুক্তি কামনা করেন তিনি।

প্রসঙ্গত, প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণিকে ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

ড. এমএ রশিদের তত্ত্বাবধানে রয়েছেন আরএ গনি।



মন্তব্য চালু নেই