আ.লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশের উন্নতি হয়। দারিদ্র্য হ্রাস পায়। মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারা কলকারখানা বন্ধ করে দেন। তারা যা বলেন করেন তার উল্টো।

প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই দেশের হত্যার রাজনীতি শুরু হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির জনককে সপরিবারে হত্যা, ১৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়। জিয়াউর রহমান ক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেন। ষড়যন্ত্রের  রাজনীতি শুরু করেন।’

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সমাবেশে পৌঁছান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ ঊধ্বর্তন এক কর্মকর্তা জানান, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো গাজীপুর শহর। এ ছাড়া সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ইতিমধ্যে জনসভাস্থলের চারপাশে বিশেষ নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

 



মন্তব্য চালু নেই