আ.লীগের সংঘর্ষে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

কুুমিল্লায় আওয়ামী লীগের বিবদমান আফজল খান ও এমপি বাহার গ্রুপের সংঘর্ষে মহানগর যুবলীগের আহ্বায়ক কামাল চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

কামাল চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খানের ভাাগিনা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর উপজেলার জামবাড়িতে এ ঘটনা ঘটে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান জানান, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার জামবাড়ি মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সেখানে স্থানীয় এমপি বাহারের সমর্থক আমড়াতলী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোজাম্মেলের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় মঞ্চ ও তোরণ ভাঙচুর করা হয়। তাদের এলোপাতাড়ি গুলিতে মহানগর যুবলীগের আহ্বায়ক কামাল চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ নেতা-কর্মী। কামাল চৌধুরীকে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আমড়াতলী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোজাম্মেল জানান, জামবাড়ি মাঠে অনুষ্ঠান করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তাদের পুলিশও নিষেধ করেছিল। কিন্তু তারা নিষেধ না শুনে মাঠে এসে গালাগালি শুরু করে। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের গুলিতেই কামাল চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুজ্জামান জানান, একজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।



মন্তব্য চালু নেই