স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে ফখরুল

আ. লীগের জন্ম জিয়াউর রহমানের হাতে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একবার মাওলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। পরে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন তখনই আওয়ামী লীগের জন্ম হয়। বিএনপির সময়েই জিয়াউর রহমানের হাতে আওয়ামী লীগের জন্ম।’ প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। বিদেশি গোয়েন্দা নিয়ে টাইমস অব ইন্ডিয়া যে খবর প্রকাশ করেছে সে বিষয়ে সরকারের বক্তব্যও দাবি করেন ফখরুল। তিনি বলেন, ‘ভারতের টাইমস অব ইন্ডিয়া একটি খবর প্রকাশ করেছে, পাকিস্তানের  গোয়েন্দা সংস্থা আইএসআইর একজন এজেন্টকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ গ্রেপ্তার করে ভারতে নিয়ে গেছে। জানি না এই খবরের সত্যতা কতটুকু। একজন বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য কিভাবে দেশে আসে বা অন্য দেশের গোয়েন্দা সংস্থা তাকে কিভাবে গ্রেপ্তার করে তাদের দেশে নিয়ে যায় এ ব্যাপারে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাই।’ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন। অন্যদের মধ্যে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরফত আলী শপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তৃতা করেন।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার গ্রাম্য মোড়লের কৌশল অবলম্বন করছে। প্রতিপক্ষের সঙ্গে না পেরে তারা মিথ্যা মামলা দিচ্ছে।’ প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিত রায় নির্মিত হীরক রাজার দেশের ছবির সঙ্গেও আওয়ামী লীগ সরকারের তুলনা করেন তিনি। মির্জা আলমগীর বলেন, ‘গতকাল একজন মন্ত্রী বলেছেন বিএনপি এখন প্রতিপক্ষ নয়, তারা শত্রু। যারা জনগণের রায় নিয়ে তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে। বিরোধী দলে ছিল মন্ত্রী তাদের শত্রু বলেছেন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিএনপি বিরোধী দলে থাকলেও ৩৩ ভাগ ভোট থাকে। সুতরাং দেশের ৩৩ শতাংশ মানুষ আওয়ামী লীগের শত্রু।’  লন্ডনে তারেক রহমানের বক্তব্যে আওয়ামী লীগ নেতারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেও ফখরুল সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারেক রহমান যা বলেছেন তা তার নিজের কথা নয়, মুক্তিযুদ্ধের ডকুমেন্ট থেকে তিনি কথা বলেছেন।’গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য স্বেচ্ছাসেবক দলকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।



মন্তব্য চালু নেই