আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়তে পারে
২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আজ ৩০ সেপ্টেম্বর। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র আবেদনের প্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।
সময় বাড়ানোর বিষয়টি এনবিআর সূত্রে জানা গেছে। প্রতি বছরের মতো এবারও রিটার্ন দাখিলের সময় বাড়াতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে এফবিসিসিআই বলে সূত্র জানায়।
এ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তবে ঈদুল আজহার কারণে আয়কর দাতাদের অনেকেই নির্ধারিত এ সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারে নাই। সে কারণে সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
এদিকে সূত্র জানায়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হতে পারে।
নিয়ম অনুযায়ী, আয়কর রিটার্ন (আয়কর বিবরণী) দাখিলের নির্ধারিত সময়সীমা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে প্রতিবারেই ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বাড়ায় এনবিআর।
মন্তব্য চালু নেই