আড়াই বছরের শিশুর অবিশ্বাস্য প্রতিভা !

যক্তির অসাধারণ সৃজনশীল শক্তি, ব্যতিক্রমধর্মী বুদ্ধিমত্তাবিশিষ্ট গুণাবলীকে একত্রে প্রতিভা বলে। অনেকেই অন্তর্নিহিত এই শক্তিকে চর্চার মাধ্যমে অথবা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে। প্রতিভার কোনো কাল বা পাত্র থাকে না। যেকোনো সময় যেকোনো জায়গায় প্রতিভার বিকাশ ঘটতে পারে। উপয্ক্তু পরিবেশ পেলেই প্রতিভা তার বিস্তারের শিকড় ছড়িয়ে দিতে শুরু করে।

পৃথিবীর প্রায় সব দেশের রাজধানী নাম কয়জনের মুখস্থ আছে? বড়দের মধ্যে অনেকের থাকতে পারে, তবে যদি প্রশ্ন করা হয় ছোটদের কয়জন দেশের নাম বলার সাথে সাথে রাজধানীর নাম বলে দিতে পারবে। অনেকেই বলবেন এটা কি করে সম্ভব? ছোট্ট শিশু কীভাবে এতগুলো রাজধানীর নাম মুখস্থ রাখবে? যদিও অবাক করার মত বিষয়, তবে ঘটনাটি শতভাগ সত্য। প্রায় আড়াই বছরের একটি শিশুকে দেশের নাম বলার সাথে সাথে সে রাজধানীর নাম অনর্গল বলে দিচ্ছে। নিজ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করার মতও নয়।



মন্তব্য চালু নেই