আহমাদিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের!

রাজশাহীর বাগমাড়ায় আহমাদিয়া মুসলিম জামাতের একটি মসজিদে শুক্রবার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামে একটি ওয়েবসাইট।
সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও টেলিগ্রামে একযোগে পাঠানো আইএসের বিবৃতিতে বলা হয়, নিহত ওই আত্মঘাতী বোমা হামলাকারীর নাম আবু আল ফিদা আল বেঙ্গলি। সে কোমড়ে বিস্ফোরক বেল্ট পরে ‘মুশরিক’ কাদিয়ানি সম্প্রদায়ের ‘উপাসনালয়’ আত্মঘাতী হামলা চালায়। বিবৃতিতে আইএস দাবি করেছে, ওই হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। উপাসনালয়টির (আহমাদিয়া মসজিদ) একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকৃত সত্য হলো- ওই ঘটনায় কেবল আত্মঘাতী হামলাকারীই নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন মুসল্লি।

































মন্তব্য চালু নেই