আসুন দেখে নেই ফেসবুক কর্মকর্তাদের বেতন তালিকা

আপনি রোজ দশটা-পাঁচটা অফিস করছেন ৷ যদিও কর্পোরেট সেক্টর হলে টাইমটা একটু অন্য রকম হতে পারে ৷এই রোজনামচায় আপনার নিত্যসঙ্গী ফেসবুক ৷কিন্তু আপনি কি জানেন, এই ফেসবুকে যাঁরা কাজ করেন তাঁদের বেতন কত? জানেন না তো! জানলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য ৷ সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে ফেসবুকের অফিসে বসে যাঁরা কাজ করছেন তাঁদের বেতন শুনলে আপনার চোখ কপালে উঠবে ৷ জব পোর্টাল গ্ল্যাসডোর প্রকাশিত খবর অনুযায়ী, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বছরে বেতন পান মাত্র ১ ডলার ৷ যদিও ফেসবুকে তাঁর ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ খবর অনুযায়ী) ৷কিন্তু ফেসবুকের অন্যান্য সর্বোচ্চ ১৫টি পদের বেতন তালিকা দেওয়া হল ৷বেসিক বেতন ও বোনাস নিয়ে বছরে তাঁদের উপার্জন:

১. ইঞ্জিনিয়ারিং ম্যানেজার: ২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা (£252k)

২. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ৫৯ লক্ষ টাকা (£171k)

৩. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার টাকা (£140k)

৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ার IV: ১ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার টাকা (£139k)

৫. প্রোডাক্ট ম্যানেজার: ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা (£129k)

৬. ডেটা সায়েন্টিস্ট: ১ কোটি ১৪ লক্ষ ২ হাজার টাকা (£123k)

৭. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ১২ লক্ষ ৫৮ হাজার টাকা (£121k)

৮. টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: ১ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা (£116k)

৯. রিসার্চ সায়েন্টিস্ট: ১ কোটি ৬ লক্ষ ২ হাজার টাকা (£114k)

১০. সফটওয়্যার ইঞ্জিনিয়ার III: ১ কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা (£113k)

১১. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ৯৮ লক্ষ ৩২ হাজার টাকা (£106k)

১২. ডেটা ইঞ্জিনিয়ার: ৯০ লক্ষ ২১ হাজার টাকা (£97k)

১৩. ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার: ৯০ লক্ষ ৬ হাজার টাকা (£97k)

১৪. প্রোডাক্শন ইঞ্জিনিয়ার: ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা (£87k)

১৫. প্রোডাক্ট অ্যানালিস্ট: ৭২ লক্ষ ৯৭ হাজার টাকা (£78k)



মন্তব্য চালু নেই