আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
টিপু সুলতান (রবিন), স্টাফ করেসপন্ডেন্ট: আশুলিয়া থানা ছাত্রলীগ কমিটির সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু ও সাধারণ সম্পাদক মনির হোসেনের স্বাক্ষরিত দলীয় প্যাডে স্থগিতাদেশ প্রত্যাহারের এ লিখিত নির্দেশ দেন।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা শাখা এক জরুরী সিন্ধান্ত মোতাবেক আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো এই মর্মে দলীয় প্যাডে লিখিত দেন ঢাকা জেলা ছাত্রলীগ।
আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এসএ শামীম আওয়ার নিউজ কে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর লিখিত আশুলিয়া থানা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতদেশ প্রত্যাহার করা হলো এই মর্মে ৮ ই নভেম্বর একটি চিঠি পেয়েছি।
তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থ নয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে আরো সুদৃঢ় ও শক্তিশালী করতে আমরা সম্মেলিতভাবে কাজ করি।
ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমুকে এ বিষয়ে জানার জন্য বার বার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
উল্যেক্ষ্যঃ শৃক্সখলা ভঙ্গের অভিযোগ এনে গত শুক্রবার রাতে ঢাকা জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত দলীয় প্যাডে আশুলিয়া থানা ছাত্রলীগ কমিটির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।
মন্তব্য চালু নেই