আশুলিয়ায় ১৩ কবর থেকে লাশ চুরি

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থানের ১৩টি কবর থেকে লাশ চুরি করে নিয়ে গেছে দুর্র্বৃত্তরা।

এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। মঙ্গলবার রাতে পাথালিয়া ইউনিয়নের গকুলনগর নামাপাড়া কবরস্থানে এই লাশ চুরির ঘটনা ঘটে।

বুধবার দুপুরে কবরস্থানের পরিচর্যা করতে গিয়ে বিষয়টি টের পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দুপুরে কবরস্থানের দায়িত্বে থাকা এক ব্যক্তি কবরস্থানের ঘাস কাটতে গেলে একটি কবরের মাটি সরানো দেখতে পান। পরে সেখানকার আরো ১৩ টি কবরে একই অবস্থা দেখা যায়।

সংবাদ পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় জমান। এ সময় কবরস্থানের পাশের জঙ্গলে কবর খোড়ার সরঞ্জামাদিও দেখতে পান তারা।

স্থানীয়রা জানান, কবরস্থানটিতে ২০ বছর আগের কবরও রয়েছে। কিন্তু তিন মাস থেকে এক বছর আগেকার কবরগুলো থেকেই লাশ নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেখানে দুর্বৃত্তদের পায়ের চাপও রয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল জানান, কবরস্থান থেকে লাশ নিয়ে যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

এ ঘটনা একটি নতুন ধরনের অপরাধ। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।



মন্তব্য চালু নেই