আশুলিয়ায় ১০ ঝুট গুদাম আগুনে পুড়ে ছাই

সাভারের আশুলিয়ায় প্রায় ১০টি ঝুট গুদামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ১০টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার ভোর ৫টার দিকে বাগবাড়ী এলাকায় যৌথ মালিকানার ইমরান হাজীর ঝুট গুদামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

গুদাম মালিকরা জানান, সকালে হঠাৎ করেই তাদের যৌথ মালিকানার প্রায় সাড়ে ৩ বিঘা জায়গার ১০টি ঝুটের গুদামে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পরে টঙ্গী থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। তবে আগুনের তীব্রতা থাকায় কালিয়াকৈর থেকে আরও ৩টি, ধামরাইয়ের ১টি রমনার ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে থাকে। তবে ততক্ষণে প্রায় সব ঝুট গুদাম ও ভেতরের মালামাল পুড়ে যায়।

এতে প্রায় ৩ কোটি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এদিকে রমনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় একই সাথে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে।



মন্তব্য চালু নেই