আশুলিয়ায় ১০০০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করেছে তিতাস কতৃপক্ষ
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় দিয়াখালী এলাকায় নিম্ন মানের অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত ১ হাজার ফুট পাইপ লাইন জব্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার দুপুর ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের বিপণন শাখার ম্যানেজার ইঞ্জিনিয়ার সত্যজিৎ ঘোষ জানান, অভিযানের অংশ হিসেবে আজ দিয়াখালী এলাকার ১ হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন জব্দ করা হয়েছে। তবে এই গ্যাস পাইপ লাইনটি আগেও বিচ্ছিন্ন করা হলেও অবৈধভাবে পুনরায় সংযোগ স্থাপন করায় পুরো ১ হাজার ফুট পাইপ উঠিয়ে ফেলতে হচ্ছে তাদের।
এসময় তিনি আরো বলেন, যারা অবৈধ ভাবে এই গ্যাস সংযোগের সাথে জড়িত তাদের ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেবে তিতাস গ্যাস কতৃপক্ষ।
সট- ইঞ্জিনিয়ার সত্যজিৎ ঘোষ, ম্যানেজার , সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী।
উল্লেখ্য যে, গত কয়েক দিন পূর্বে একই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এব্যাপারে স্থানীয় যুবলীগ নেতাসহ অজ্ঞাত ২’শ জনকে আসামি করে মামলা দায়ের করে তিতাস।
মন্তব্য চালু নেই