আশুলিয়ায় স্কুলের যায়গা অবৈধ দখল চেষ্ঠার প্রতিবাদে মানববন্ধন
টিপু সুলতান (রবিন), সাভার থেকে: আশুলিয়ায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় , মাদ্রাসা ও মসজিদের যায়গা অবৈধ দখল চেষ্ঠার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে স্থানীয়রা।
রবিবার সকালে আশুলিয়ার নলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র ,শিক্ষক সহ সর্বস্তরের জনগণ।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।পরে বিদ্যালয়ের অদূরে একটি আঞ্চলিক সড়কে মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলেন ,একটি অসাধূ চক্র বেশ কিছু দিন ধরে ৭১ শতাংশ যায়গার উপর স্থাপিত নলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলাম হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের সামনের ১৬ সতাংশ যায়গা জোড় পূর্বক দখল করার পায়তারা করে আসছে।বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলেও কোন প্রতিকার মিলছে বলেও অভিযোগ তোলা হয় মানববন্ধনে।
এসময় অবৈধ দখলদারদের হাত থেকে বিদ্যালয়ের যায়গা রক্ষার্থে স্থানীয় প্রসাশনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশ গ্রহনকারীরা।
মন্তব্য চালু নেই