আশুলিয়ায় শ্রমিকবাহী বাসে আগ্নিসংযোগ
আশুলিয়ায় একটি শ্রমিকবাহী বাসে ভাংচুর চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের মাসকট পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিল্পাঞ্চলের জিরাবো এলাকার মাসকট পোশাক কারখানার সামনে একটি শ্রমিকবাহী বাস দাড়ানো ছিল। হঠাৎ ৪/৫ জনের একদল দুর্বৃত্ত বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বাসে ভাংচুর ও আগুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি। অপরদিকে, এঘটনার পরপরই স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নাশকতার প্রতিবাদে সড়কে বিক্ষোভ মিছিল বের করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল শ্রমিকবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই