আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাঁদে পড়ে নিহত ২, আহত ২০

টিপু সুলতান(রবিন), সাভার(ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাস ও প্রাইভেটকারের মধ্য সংঘের্ষের ঘটনা ঘটেছে।এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাঁদে পড়ে গিয়ে দুই নারী নিহত ও আহত হয়েছে অন্তত বিশ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়া মরাগাং এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাপুরগামী খেয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস আশুলিয়ার মরাগাং এলাকায় পৌছালে বাসটির সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

এসময় যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে যায়।পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দলের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

পরে খাঁদে পড়া বাসটির ভিতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত এক নারীর নাম শাহানাজ ও অপর নারীর নাম, পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মহসিনুল কাদির জানায়,দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত অপর নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।



মন্তব্য চালু নেই