আশুলিয়ায় মায়ের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ

টিপু সুলতান (রবিন) : আশুলিয়ার পলাশবাড়িতে রবিউল (৫) নামের শিশু সন্তানকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা ইয়ানুরকে আটক করেছে পুলিশ। আটককৃত ইয়ানূরের গ্রামের বাড়ি দালালপুর গৌরনদী থানার বরিশাল জেলা। সে দ্বিতীয় স্বামী শাহজাহান ফকির ও নিহত সন্তান রবিউল কে নিয়ে পলাশবাড়ি এলাকায় ভাড়া নিয়ে বসবাস করতো।

রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আইয়ূব খানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রবিউল না ঘুমানোর বায়না করলে মা ইয়ানুর ক্ষীপ্ত হয়ে মারধর ও গলাটিপে ধরে। এসময় রবিউল অচেতন হয়ে পরে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে আশুলিয়ার গণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে গণ স্বাস্থ্য কেন্দ্র থেকে শিশু রবিউলের লাশটি উদ্ধার করে এবং মা ইয়ানূরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।



মন্তব্য চালু নেই