আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

টিপু সুলতান (রবিন) সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার হাশেম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আজগর আলীর গ্রামের বাড়ি রংপুর সদর এলাকায়। সে আশুলিয়ার নিশ্চিতপুরে করিম হোসেনের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন মোল্লা জানান, নিশ্চিতপুরে হাশেম আলীর নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার দেয়ালে পলেস্তারার কাজ করছিলো ওই নির্মাণ শ্রমিক। এসময় কক্ষের ওয়্যারিংয়ের কাজের জন্য নেওয়া বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত তার হাতের কনুই লেগে যায়। এতে শ্রমিক আজগর আলী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে গুরুতর অবস্থায় নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই