আশুলিয়ায় দূর্বৃত্তের ছোড়া ককটেলের আঘাতে আহত ৪
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : আশুলিয়ায় ফের ককটেল বিস্ফোরণে আহত হয়েছে দুই হোটেল কর্মচারীসহ চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার সকাল ছয়টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার হাজী জয়নুদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় এক দূর্বৃত্ত।
এসময় ককটেল বিস্ফোরনে সেখানকার এক হোটেলের দুই কর্মচারি বিল্লাল ও সামির উদ্দিনসহ আহত হয় চার জন।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত সামির উদ্দিনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে চিকিৎসক।
উল্লেখ্য গত ৪ জুন ইউপি নির্বাচনের দিন একই স্থানে ককটেল বিস্ফোরনের ঘটনায় আহত হয় তিনজন।
আহত হোটেল মালিক ইব্রাহিম জানান সকালে তিনি দোকন খুলে ব্রাশ করার সময় হঠাৎ একজন লোক তার দোকানের সামনেএসে পরপর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েযায়।পরে আশে পাশের স্থানীয় লোক জন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ার নিউজ প্রতিবেদককে জানান ককটেল বিষ্ফোরিত হবার তিনঘন্টা পর পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন না কারটা হতাশা ব্যঞ্জক।
এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসেনি আশুলিয়া থানা পুলিশ।
এদিকে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য চালু নেই