আশুলিয়ায় তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে একটি কারখানার শ্রমিকরা

টিপু সুলতান (রবিন), সাভার, ঢাকা: সাভারের আশুলিয়ার মাষ্ট নীট ওয়্যার লিমিটেড কারখানায় বকেয়া বেতন-বোনাস পরিশোধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরীতে পূনর্বহালের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা।

সোমবার সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

শ্রমিকরা জানায় আশুলিয়ার মোজারমিল এলাকার মাষ্ট নীট ওয়্যার কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবী জানালে গত বৃহস্পতিবার ৫৭ শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ।

এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা আজ বেলা সাড়ে দশটার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

শ্রমিকরা এসময় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরীতে পূনর্বহাল, শ্রমিক নির্যাতনের বিচার ,আগামী ২ সেপ্টম্বরের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ তিন দফা দাবী তুলে ধরে।

ছাটাই কৃত শ্রমকিদের মধ্য শহীদুল নামের একশ্রমিক জানায়, আরকিছুদিন পরেই ঈদ এমন সময় আমাদের ৫৭ জন শ্রমিককে বেআইনি ভাবে বকেয়া বেতন,বোনাস নাদিয়েই ছাটাই করে আমাদের উপর অমানবিক নির্যাতন করেছে কারখানা কতৃপক্ষ,আমরা ছাটাই কৃত শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি,অন্যথায় আমরা আরও তিব্র আন্দোলন গড়ে তুলব।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যরাখেন র্গামেন্টর্স শ্রমিক ফ্রন্টের সাভার,আশুলিয়া,ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশ সহ সংগঠনের আরও নেতা কর্মীরা।

এঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই