আশুলিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভারের আশুলিয়া মরাগাং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় দুটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার ভোর রাতে আশুলিয়ার মরাগাড়ং ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়।পরে দুপুরে তাদের ঢাকা আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলোঃ ১. লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডীমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামীন ২. গাইবান্ধা সদরের পিয়ারাপুর গ্রামের সামছুল আলমের ছেলে পারভেজ হোসেন (২৫)৩. বগুড়া জেলার ধুপচাচিয়া থানার চামরুল গ্রামের মহসিন তালুকাদের ছেলে নুর মোহাম্মদ ছোটন(২৮)৪. মানিকগঞ্জ সদরের রাল্লে গ্রামের ইশার আলীর ছেলে সজীব(২৪)।৫.গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হেলালের ছেলে রাকিব(২৮)।৬.গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ হৃদয়(২৩)।
পুলিশ জানান, ভোরে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে ডাকাতি হওয়ার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানো চেষ্টা করে।পরে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়।এসময় আর ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।পরে তাদের কাছ থেকে দুইটি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানয়েছে পুলিশ।
মন্তব্য চালু নেই